Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা সমবায় কার্যালয়

ফুলতলা, খূলনা।

http://cooparative.fultola.khulna.gov.bd/

 

 

রূপকল্প (Vision): টেকসই সমবায়, টেকসই উন্নয়ন।


অভিলক্ষ্য (Mission): সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি আবেং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।


কৌশল(Strategy):


১. উৎপাদন, আর্থিক ও সেবাখাতে সমবায় গঠন;
২. টেকসই সমবায় গঠনে কার্যক্রম গ্রহণ;
৩. সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজন।


নাগরিক সেবা

ক্রঃনং



সেবার নাম



সেবা গ্রদানের সর্বোচ্চ সময়


প্রয়োজনীয় কাগজপত্র



প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তি স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি(যদি থাকে)

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

ঊর্ধ্বতন কর্মকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০১।ক)









মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই ও সমবায় অধিদপ্তরের“সেবা পদ্ধতি সহজীকরণের(এসপিএস) মাধ্যমে সমবায় সমিতির নিবন্ধন



১৫-৩০ দিন








০১. নির্ধারিত আবেদনপত্র;

০২. ৩০০(তিনশত) টাকার নিবন্ধন ফি(কোড নম্বর ১-৩৮৩১-০০০০-১৮৩৬) এবং উক্ত ফি’র উপর ১৫% ভ্যাট হিসেবে ৪৫/-(পঁয়তাল্লিশ) টাকা(কাড নম্বর-১-১১৩৩-০০০০-০৩১১) এ চালান মূলে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় জমা দিয়ে চালানের মূল কপি।

০৩. আবেদনকারী সদস্যদের স্বাক্ষরযুক্ত ০৩(তিন) প্রস্থ উপ-আইন;

০৪. সমবায় সমিতি নিবন্ধনে আগ্রহী ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভার রেজুলেশন;

০৫. আবেদনকারী সদস্যদের জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;

০৬. প্রস্তাবিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ছবিসহ নামের তালিকা।

উপজেলা সমবায় কার্যালয়, ফুলতলা, খূলনা।







৩০০(তিনশত) টাকার নিবন্ধন ফি(কোড নম্বর ১-৩৮৩১-০০০০-১৮৩৬) এবং উক্ত ফি’র উপর ১৫% ভ্যাট হিসেবে ৪৫/-(পঁয়তাল্লিশ) টাকা(কাড নম্বর-১-১১৩৩-০০০০-০৩১১) এ চালান মূলে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় জমা দিয়ে চালানের মূল কপি।

উপজেলা সমবায় অফিসার, ফুলতলা, খুলনা। ফোনঃ ০৪১-৭০১০৮১। ucofultola@gmail.com

উপজেলার কোড-৪৭৬৯





জেলা সমবায় অফিসার, খূলনা।

ফোনঃ ০৪১-৭২১৬৬৮

dcokhulna@gmail.com








০১।খ)


























মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই ও সমবায় অধিদপ্তরের“সেবা পদ্ধতি সহজীকরণের(এসপিএস) মাধ্যমে সমবায় সমিতির নিবন্ধন প্রক্রিয়ায় প্রকল্প/কর্মসূচিভূক্ত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন।




















১৫-৩০ দিন









০১. নির্ধারিত আবেদনপত্র;

০২. ৩০০(তিনশত) টাকার নিবন্ধন ফি(কোড নম্বর ১-৩৮৩১-০০০০-১৮৩৬) এবং উক্ত ফি’র উপর ১৫% ভ্যাট হিসেবে ৪৫/-(পঁয়তাল্লিশ) টাকা(কাড নম্বর-১-১১৩৩-০০০০-০৩১১) এ চালান মূলে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় জমা দিয়ে চালানের মূল কপি।

০৩. আবেদনকারী সদস্যদের স্বাক্ষরযুক্ত ০৩(তিন) প্রস্থ উপ-আইন;

০৪. সমবায় সমিতি নিবন্ধনে আগ্রহী ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভার রেজুলেশন;

০৫. আবেদনকারী সদস্যদের জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;

০৬. প্রস্তাবিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ছবিসহ নামের তালিকা।


উপজেলা সমবায় কার্যালয়, ফুলতলা, খূলনা।








৫০(পঞ্চাশ) টাকার নিবন্ধন ফি(কোড নম্বর ১-৩৮৩১-০০০০-১৮৩৬) এবং উক্ত ফি’র উপর ১৫% ভ্যাট হিসেবে ৮/-(আট) টাকা(কাড নম্বর-১-১১৩৩-০০০০-০৩১১) এ চালান মূলে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় জমা দিয়ে চালানের মূল কপি।


উপজেলা সমবায় অফিসার, ফুলতলা, খুলনা। ফোনঃ ০৪১-৭০১০৮১। ucofultola@gmail.com

উপজেলার কোড-৪৭৬৯






জেলা সমবায় অফিসার, খূলনা।

ফোনঃ ০৪১-৭২১৬৬৮

dcokhulna@gmail.com









০২।










উপ-আইন সংশোধন









৬০ দিন









১)  সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ এর ৯(১) বিধি মোতাবেক উপ-আইন সংশোধনের জন্য সমিতির সাধারণ সভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতি এবং সভায় উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন হবে।

২) সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ এর ৯(২) বিধি মোতাবেক সংশোধিত উপ-আইন নিবন্ধন এর জন্য “ফরম-৪” মোতাবেক নিবন্ধকের নিকট আবেদন করতে হবে এবং এর যথার্থতা বিবেচনা পূর্বক নিবন্ধক উপ-আইন সংশোধন করে “ফরম-৫” মোতাবেক সনদ ইস্যু করবেন।

উপজেলা সমবায় কার্যালয়, ফুলতলা, খূলনা।








বিনা মূল্যে









উপজেলা সমবায় অফিসার, ফুলতলা, খুলনা। ফোনঃ ০৪১-৭০১০৮১। ucofultola@gmail.com

উপজেলার কোড-৪৭৬৯






জেলা সমবায় অফিসার, খূলনা।

ফোনঃ ০৪১-৭২১৬৬৮

dcokhulna@gmail.com









০৩।










সমবায় সমিতির বার্ষিক হিসাব নিরীক্ষা








সমবায় বর্ষ সমাপ্তির তারিখ হতে পরবর্তী ০৯(নয়) মাসের মধ্যে। (১লা জুলাই হতে পরবর্তী বছরের ৩১ মার্চ পর্য্ন্ত)









০১. সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ১০২(২) উপ-বিধি মোতাবেক নিরীক্ষক কর্তৃক সংশ্লিষ্ট সমিতিকে কমপক্ষে ১৫(পনের) দিন পূর্বে নোটিশ জারী করা হয়।

০২. নিরীক্ষককে সমিতির সকল কর্মকর্তা/কর্মচারী নিরীক্ষা কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন এবং নিরীক্ষার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিবরণী যথাযথভাবে প্রণয়ন করবে;

০৩. নিরীক্ষক সমিতি কর্তৃক দাখিলকৃত হিসাব বিবরণী যথাযথভাবে যাচাই করবেন।

সংশ্লিষ্ট সমবায় সমিতির কার্যালয়


সমবায় সমিতি নিরীক্ষার জন্য বিধি মোতাবেক নিরীক্ষা ফি প্রদান করবে।


জেলা/উপজেলা সমবায় অফিসার, ফুলতলা, খুলনা। ফোনঃ ০৪১-৭০১০৮১। ucofultola@gmail.com

উপজেলার কোড-৪৭৬৯






জেলা সমবায় অফিসার, খূলনা।

ফোনঃ ০৪১-৭২১৬৬৮

dcokhulna@gmail.com









০৪।










ব্যবস্থাপনা কমিটির নির্বাচন








নিবন্ধনকালীন নিয়োগকৃত কমিটি ০২(দুই) বছর

এবং নির্বাচিত প্রতি ০৩(তিন) বছর









০১. নিবন্ধক কর্তৃক নিয়োগকৃত ব্যবস্থাপনা কমিটির মেয়াদ দুই বছর;

০২. নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি এর প্রথম অনু্ষ্ঠিত সভার তারিখ হতে ০১(এক) মেয়াদের ০৩(তিন) বছর করে একটানা ০৩(তিন) মেয়াদ পর্য্ন্ত থাকতে পারবে।







সংশ্লিষ্ট সমবায় সমিতির কার্যালয়


বিনা মূল্যে









জেলা/উপজেলা সমবায় অফিসার, ফুলতলা, খুলনা। ফোনঃ ০৪১-৭০১০৮১। ucofultola@gmail.com

উপজেলার কোড-৪৭৬৯






জেলা সমবায় অফিসার, খূলনা।

ফোনঃ ০৪১-৭২১৬৬৮

dcokhulna@gmail.com









০৫।











অন্তর্বর্তী

ব্যবস্থাপনা কমিটি গঠন









১২০(একশত বিশ) দিন


সমবায় সমিতির নির্বাচন রেজিষ্টার, বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন, নির্বাচনী ক্যালেণ্ডার এবং সমিতি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে।

সংশ্লিষ্ট সমবায় সমিতির কার্যালয়


বিনা মূল্যে









জেলা/উপজেলা সমবায় অফিসার, ফুলতলা, খুলনা। ফোনঃ ০৪১-৭০১০৮১। ucofultola@gmail.com

উপজেলার কোড-৪৭৬৯






জেলা সমবায় অফিসার, খূলনা।

ফোনঃ ০৪১-৭২১৬৬৮

dcokhulna@gmail.com











০৬।












পরিদর্শন




নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সময়


নিবন্ধক স্ব-প্রণোদিত হয়ে/সমবায় সমিতির বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে/সমবায় সমিতি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে।


সংশ্লিষ্ট সমবায় সমিতির কার্যালয়




বিনা মূল্যে











০৭।

প্রশিক্ষণ/ভ্রাম্যমান প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ

১/৫/১০/১৫ দিন

প্রশিক্ষণের মনোনয়ন আদেশ

উপজেলা সমবায় কার্যালয়, ফুলতলা, খুলনা।

সংশ্লিষ্ট সমিতি কর্তৃপক্ষ উপজেলা সমবায় অফিসার, ফুলতলা, খুলনা।

অধ্যক্ষ, আঞ্চলিক সমবায় ইনস্টিটউট, বয়রা, খুলনা/বাংলাদেশ সমবায় একাডেমী,কোটবাড়ী, কুমিল্লা।

০৮।

বার্ষিক সাধারণ সভা

বার্ষিক নিরীক্ষা সমাপ্তির ৬০(ষাট) দিনের মধ্যে

১) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠান ব্যতীত বার্ষিক সাধারণ সভার ক্ষেত্রে সভা অনুষ্ঠানের ১৫ দিন পূর্বে;

২) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের ৬০ দিন পূর্বে জারী করতে হবে।

সংশ্লিষ্ট সমিতির কার্যালয়

জেলা সমবায় অফিসার, খূলনা।

ফোনঃ ০৪১-৭২১৬৬৮

dcokhulna@gmail.com









০৯।

তদন্ত

নির্ধারিত কোন সময় নেই।

অভিযোগের স্বপক্ষে কাগজপত্র সংযুক্ত করে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুসরণপূর্বক অভিযোগকারীগণ আবেদন করতে পারবেন।

উপজেলা সমবায় কার্যালয়, ফুলতলা/জেলা সমবায় কার্যালয়, খুলনা

বিনামূল্যে

সংশ্লিষ্ট সমিতি কর্তৃপক্ষ

জেলা সমবায় অফিসার, খূলনা।

ফোনঃ ০৪১-৭২১৬৬৮

dcokhulna@gmail.com









১০।

অবসায়ন

নিবন্ধকের অনুমোদনক্রমে ০১ বছর থেকে সর্বোচ্চ ৬ বছর

সমবায় সমিতি আইন,২০০১(সংশোধন ২০০২ ও ২০১৩) এর ৪৯ ধারা অনুযায়ী তদন্ত রিপোর্টের কপি, বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের সত্যায়িত ছায়ালিপি, নিরীক্ষা প্রতিবেদন, নিবন্ধনের শর্ত ভঙ্গের রেকর্ডপত্র।




১১।

অডিট ফি

৩০ জুনের মধ্যে

সমিতির বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন

উপজেলা সমবায় কার্যালয়, ফুলতলা/জেলা সমবায় কার্যালয়, খুলনা

নীট লাভের ভিত্তিতে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী নির্ধারন

উপজেলা সমবায় কার্যালয়, ফুলতলা/জেলা সমবায় কার্যালয়, খুলনা

জেলা সমবায় অফিসার, খূলনা।

ফোনঃ ০৪১-৭২১৬৬৮

dcokhulna@gmail.com









১২।

সমবায় উন্নয়ন তহবিল

নীট লাভের ভিত্তিতে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী নীটলাভের ৩% নির্ধারন

১৩।

বিরোধ/আপীল নিষ্পত্তি

বিরোধ নিষ্পত্তি ৬০দিন, আপীল ১মাস, এওয়ার্ড ৩মাস

সমিতির কার্য্ক্রম পরিচালনার ক্ষেত্রে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির আবেদন ও আবেদনের স্বপক্ষে রেকর্ডপত্র

সংশ্লিষ্ট সমিতির কার্যালয়

১০০(একশত) টাকার কোর্ট ফি সংযুক্ত

জেলা সমবায় অফিসার, খূলনা ও উপ-নিবন্ধক(বিচার), বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা।

১৪।

গণশুনানী

সপ্তাহের যেকোন ০১ কর্মদিবস

অভিযোগ সম্পর্কে আবেদন ও আবেদনের স্বপক্ষে রেকর্ডপত্র

উপজেলা সমবায় কার্যালয়, ফুলতলা, খুলনা।

বিনামূল্যে

উপজেলা সমবায় কার্যালয়, ফুলতলা, খুলনা।

১৫।

তথ্য প্রচার ও সেবা প্রদান

নিয়মিত

কার্যালয়ের ফেসবুক পেইজ(www.facebook/ucophultala.com) এবং কার্যালয়ের ওয়েবপোর্টালের(www.cooparative.fultola.khulna.gov.bd) নিয়মিত আপডেটের মাধ্যমে প্রচার করা হয়



১৬।

তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্য প্রদান

  • আবেদন প্রাপ্তির তারিখ হতে ২০ কর্মদিবসের মধ্যে তথ্য প্রদান
  • তথ্য প্রদানে অপারগতা ১০ কর্মদিবসের মধ্যে

www.informationcommission.gov.bd

উপজেলা সমবায় কার্যালয়, ফুলতলা, খুলনা।

A4সাইজের কাগহের প্রতি পৃষ্ঠার জন্য ২/- হারে প্রদান করতে হবে।

উপজেলা সমবায় কার্যালয়, ফুলতলা, খুলনা।

জেলা সমবায় অফিসার, খূলনা।

ফোনঃ ০৪১-৭২১৬৬৮

dcokhulna@gmail.com










July 1, 2018





ফারহানা পারভীন

উপজেলা সমবায় অফিসার

ফুলতলা, খুলনা

ফোন: ০২৪৭৭-৭৩৩৪১৫

ucofultola@gmail.com